জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পড়ানো একটা জাতীয় লজ্জা|| বিডিইউনিভার্সিটি টাইমস ||

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮৫৭টি কলেজে ২৮ লক্ষ শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স পড়ে। পৃথিবীতে এমন আরেকটি বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারবেন যেখানে এত শিক্ষার্থী পড়ে? এইটা একটা অকল্পনীয়। কলেজে অনার্স মাস্টার্স পড়ানো মানেই এইগুলা একেকটি বিশ্ববিদ্যালয়। যথোপযুক্ত শিক্ষক গবেষক এবং সুযোগ সুবিধা না থাকা সত্বেও এমন বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অনার্স মাস্টার্স পড়ানো আসলে কেবল সার্টিফিকেট বিতরণেরই নামান্তর। অথচ এরা অনার্স না পড়ে যদি ২ বছরের বিএ বা বিএসসি পড়তো তাহলে বেশি লাভ হতো। আমাদের এই ৮৫৭টি কলেজে বিএ ও বিএসসি পাস কোর্স ডিগ্রী পড়ানোর মত যথেষ্ট ভালো মানের শিক্ষক আছে। যারা বিএ ও বিএসসি পাস কোর্স পরীক্ষায় ভালো করবে তাদের একটি অংশকে অনার্স করার সুযোগ দেওয়া যেতে পারে। তাতে তাদের মধ্যে অনেকের ভালো করার স্পৃহা বাড়বে। এই বিএ বা বিএসসি করলে তারা কম সময়ে কর্ম জীবনে ঢুকতে পারবে। তাদের ডিগ্রীটাও মানসম্পন্ন হতো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লক্ষ শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স পড়ানো একটা জাতীয় লজ্জা। এইটা প্রমান করে আমরা অনার্স এবং মাস্টার্স এর গুরুত্বই বুঝি না। আসলেই কি আমরা বুঝি? লেখক:- কামরুল হাসান মামুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ