জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস এমফিল ও পিএইচডি প্রােগ্রামে আর্টস, সােশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ এন্ড আর্থ সায়েন্স ও বিজনেস স্টাডিজ গ্রুপের বিষয়ভিম্ভিক নির্বাচিত গবেষকগণের চূড়ান্ত তালিকা ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশ করা হলাে। এ ভর্তি কার্যক্রমে চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকগণ ০৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে এমফিল প্রােগ্রামে বিষয়ভিত্তিক চূড়ান্ত ভর্তি ফি বাবদ সর্বসাকুল্যে ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা ও পিএইচডি প্রােগ্রামে চূড়ান্ত ভর্তি ফি বাবদ সর্বসাকুল্যে ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) ব্যবহার করে অথবা পেস্লিপ ডাউনলােড করে নিকটস্থ সােনালী ব্যাংক শাখায় জমা দিবেন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস এমফিল ও পিএইচডি প্রােগ্রামে ভর্তি সংক্রান্ত বিস্তরিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (
www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
উল্লেখ্য যে, চূড়ান্ত ভর্তি ফি প্রদানকারী গবেষকগণকে শিক্ষাজীবনে অর্জিত সকল। সনদ ও নম্বরপত্রের মূলকপি, ভর্তি ফি জমাদানের রশিদ ও ছুটি সংক্রান্ত কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ইউনিটে ২০ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে। এই ভর্তি কার্যক্রমের যে কোন নিয়মাবলি/ধারা/উপধারা সংশােধন, সংযােজন, বিয়ােজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
0 মন্তব্যসমূহ